বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্পের সংগ্রহ ভান্ডার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। প্রতিদিনই এ ঐতিহ্যবাহী লোকশিল্পের নিদর্শণসমুহ পরিদর্শনের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজ থেকে শিক্ষার্থীসহ দেশী বিদেশী হাজার হাজার দর্শনার্থীর আগমণ ঘটে। আগত দর্শনার্থীদের বিশ্রামস্থান প্রদানের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ মেঘনা বিশ্রামস্থান নির্মাণ করেছে। মেঘনা বিশ্রামস্থান ফাউন্ডেশনের প্রবেশ পথের ডান দিকে অবস্থিত। এতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা দু'টি টয়লেট রয়েছে। এতে এক সংগে প্রায় এক হাজার দর্শনার্থী স্পট সুবিধা উপভোগ করতে পারে।